World

মাজন মেখে মুখ ঢাকল পিচ ঢালা রাস্তা, কাঠের গুঁড়ো মিশে ছড়াল দারুণ গন্ধ

এমন আজব কাণ্ড কমই দেখা যায়। একটা পিচ ঢালা রাজপথ তার মুখ ঢাকল মাজন দিয়ে। তাও আবার বিশেষ স্বাদের। তার সঙ্গে আবার মিশল কাঠের গুঁড়ো।

Published by
News Desk

পিচ ঢালা রাস্তা ধোওয়া হয়। কিন্তু টুথপেস্ট দিয়ে মাজা হয় কি! টুথপেস্ট যখন তখন তা দাঁত সাফ করতেই ব্যবহার হয়। রাস্তা পরিস্কার করতে নয়। কিন্তু এই রাস্তাটা ভরে গেল টুথপেস্টে। এত টুথপেস্ট রাস্তা ঢাকল যে রাস্তায় গাড়ি চলাচলই বন্ধ করে দেওয়া হয়।

সেই টুথপেস্টের সঙ্গে আবার মিশে গেল কাঠের গুঁড়ো। প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ো। অবশ্যই স্থানীয় প্রশাসন সেই কাঠের গুঁড়ো ছড়িয়ে দিল। যার সঙ্গে ওই টুথপেস্ট মিশে গিয়ে পাড়া জুড়ে এক দারুণ গন্ধ ছড়াতে শুরু করল। কাঠের গুঁড়োর সঙ্গে টুথপেস্ট মিশে গেলে যে এমন সুন্দর গন্ধ বার হয় তা এই অঞ্চলের মানুষ প্রথম দেখলেন।

টুথপেস্ট নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। সেখান থেকেই কোনও কারণে টুথপেস্ট ছড়িয়ে পড়ে অনেকটা রাস্তা জুড়ে। এ টুথপেস্ট আবার মিন্টের স্বাদের ছিল। ফলে মিন্ট বা পুদিনার মত একটা ভাল গন্ধ ছড়াতে থাকে।

সেই পেস্ট থেকে যাতে মানুষের সমস্যা না হয় সেজন্য কাঠের গুঁড়ো ছড়িয়ে রাস্তায় পড়ে থাকা টুথপেস্টকে ঢেকে ফেলা হয়। আমেরিকার উত্তর ক্যারোলিনা রোডে এমনটা ঘটে।

টুথপেস্ট রাস্তায় থাকলে তা পিচ্ছিল হতে বাধ্য। যা গাড়ি দুর্ঘটনার কারণ হতে পারে। তাই গাড়ি চলাচলই বন্ধ রাখা হয় ওই রাস্তায়। পরে পুরো টুথপেস্ট রাস্তা থেকে তুলে পরিস্কার করে তারপর ফের ওই রাস্তায় যান চলাচল শুরু হয়।

Share
Published by
News Desk