Categories: World

নোবেল নেবেন বব ডিলান

Published by
News Desk

পুরস্কার ঘোষণার পর কেটে গেছে ২ সপ্তাহ। কিন্তু এর মধ্যে সমালোচকরা মুখ খুললেও তাঁর তরফ থেকে একটা শব্দও পাওয়া যায়নি। গায়ক বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে। অনেকেই তাঁকে নোবেল দেওয়াকে ভাল চোখে নেননি। কিন্তু বব নিজে চুপ ছিলেন।

অবশেষে সেই মৌনতা কাটল। বব ডিলান জানালেন, পুরস্কারের কথা শোনার পর তিনি এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে কথা বলে উঠতে পারেননি। এই পুরস্কারে তিনি খুশি বলেও জানিয়েছে বিশ্বখ্যাত এই গায়ক কবি।

Share
Published by
News Desk
Tags: Nobel Prize