Categories: World

নোবেল পাচ্ছেন বব ডিলান

Published by
News Desk

সাধারণত এমন সচরাচর চোখে পড়েনা। সাহিত্যে নোবেল পান কোনও সাহিত্যিকই। কিন্তু এবছর পাচ্ছেন একজন গায়ক-গীতিকার। তিনি বব ডিলান। বিশ্বসঙ্গীতে যাঁকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়েনা। মার্কিন এই সঙ্গীতশিল্পীর সুরের যাদুতে মুগ্ধ মানুষের সংখ্যা নেহাত কম নয়। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তাঁর অসংখ্য ফ্যান।

সব বয়সের মানুষের কাছেই জনপ্রিয় এই কবি। কবি এই কারণে কারণ তাঁর লেখা গান মানুষকে নাড়া দিয়েছে। শব্দ ভাবিয়েছে। সুর মাতাল করেছে। ৭৫ বছরে পা দেওয়া সেই মানুষটাকে এদিন নোবেল পুরস্কারে ভূষিত করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। এমন এক সৃষ্টিশীল মানুষকে নোবেল পুরস্কারে সম্মানিত করার জন্য বেছে নেওয়ায় উচ্ছ্বসিত বব ডিলানের গুণমুগ্ধরা।

Share
Published by
News Desk
Tags: Nobel Prize

Recent Posts