SciTech

ক্যানসার প্রতিরোধে যুগান্ত, চিকিৎসাশাস্ত্রে নোবেল পাচ্ছেন মার্কিন ও জাপানি গবেষক

Published by
News Desk

ক্যানসারের বিরুদ্ধে লড়তে শরীরের প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক কাজ করা জরুরি। তবেই শরীর লড়তে পারবে। ক্যানসারের সঙ্গে লড়ার সেই প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় প্রোটিন। সেই প্রোটিনকে ভেঙে কীভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে পারে শরীর, তারই রাস্তা বাতলেছেন মার্কিন গবেষক অধ্যাপক জেমস পি অ্যালিসন ও জাপানের গবেষক অধ্যাপক তাসুকু হোনজো। তাঁদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রমলব্ধ গবেষণা ক্যানসার চিকিৎসায় যুগান্ত এসেছে।

২ ইমিউনোলজিস্ট অ্যালিসন ও হোনজোকে ২০১৮ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল প্রাপক হিসাবে বেছে নিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। এঁদের ২ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর তাঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Nobel Prize

Recent Posts