Categories: National

‘ড্রাই’ রাজ্য বিহার

Published by
News Desk

গ্রামের পর এবার শহরেও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল বিহারের নীতীশ সরকার। গত পয়লা এপ্রিল বিহারের গ্রামগুলিতে দেশি ও ভারতে তৈরি বিদেশি মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। ছাড় পেয়েছিল শহর ও পুর এলাকাগুলি। কিন্তু পাটনা সহ রাজ্যের বিভিন্ন শহরের মহিলা ও শিশুদের ক্ষোভের কথা মাথায় রেখে এবার শহরেও সেই একই নিষেধাজ্ঞা কার্যকর করল নীতীশ সরকার। ফলে দেশে তৈরির দেশি মদ তো বটেই এমনকি দেশে তৈরি বিদেশি মদও শহরে বিক্রি নিষিদ্ধ হল বিহারে।

Share
Published by
News Desk

Recent Posts