National

শরদ যাদব চাইলে বেরিয়ে যেতে পারেন : নীতীশ কুমার

Published by
News Desk

একসময়ে আদায় কাঁচকলায় সম্পর্ক তৈরি হয়েছিল নীতীশ কুমার ও বিজেপির। সেসব অতীত। সম্প্রতি নাটকীয়ভাবে লালুপ্রসাদ যাদবের আরজেডি ও কংগ্রেসের সংস্পর্শ ত্যাগ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার গিয়েছিলেন দিল্লিতে। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে।

এদিকে নীতীশ কুমার বিজেপির সঙ্গে হাত মেলালেও তা মনেপ্রাণে মেনে নিতে পারেননি জেডিইউ-র আর এক প্রথমসারির নেতা শরদ যাদব। প্রকাশ্যে তা বলেও ছিলেন তিনি।

এদিন তার জবাব দিলেন নীতীশ। স্পষ্ট করে জানিয়ে দিলেন বিজেপির সঙ্গে হাত মেলানো দল মেনে নিয়েছে। তাঁকেও মেনে নিতে হবে। নাহলে তিনি দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন। তাঁর সে অধিকার আছে। এখন দেখার নীতীশের তরফে এমন এক স্পষ্ট বার্তার পর শরদ যাদব কী পদক্ষেপ নেন।

Share
Published by
News Desk