National

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার

Published by
News Desk

চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন নীতীশ কুমার। এদিন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে নিয়ে চাপানউতোর বেশ কিছুদিন ধরেই চলছিল। একটি জমি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর তেজস্বী যাদবের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই।

সেই ঘটনার জেরে নীতীশ কুমার সরকার তেজস্বীকে তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেয়। কিন্তু এদিন লালুপ্রসাদ যাদব সাফ জানান, তাঁর ছেলের ইস্তফা দেওয়ার প্রশ্নই উঠছে না। বিহার সরকারে এই অশান্তি ছাড়ানোর জন্য বিজেপির দিকে আঙুলও তোলেন তিনি। এদিকে লালুপ্রসাদের বক্তব্যের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সেখানেই ইস্তফা দেন তিনি।

Share
Published by
News Desk