Entertainment

গান গাইতে উঠতেই আজব কাণ্ডে হাসপাতালে বিখ্যাত গায়িকা

তিনি গান গাইবেন এটা শুনে বহু মানুষ হাজির হয়েছিলেন। তিনি গান গাইতে স্টেজে উঠতেই আনন্দে মেতে উঠলেন শ্রোতারা। আর তার জেরেই ঘটে গেল আজব ঘটনাটা।

Published by
News Desk

তিনি গান গাইতে উঠেছিলেন স্টেজে। তিনি গাইবেন শুনে বহু মানুষ হাজির হয়েছিলেন। তাঁকে চোখে দেখা, তাঁর গান সামনে থেকে শোনার সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাননি।

বিখ্যাত গায়িকা বলে কথা! তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অবশেষে তিনি গান গাইতে উঠলেন। আর তাঁকে গান গাইতে দেখে আনন্দে আত্মহারা হয়ে যান শ্রোতারা। তাঁরা আনন্দে হইচই করতে থাকেন।

এর মধ্যেই শুরু হয় আনন্দের চোটে গুলি চালানো। যেমনটা অনেক বিয়ের অনুষ্ঠানেও শোনা যায়। শূন্যে গুলি ছোঁড়া শুরু হয় গায়িকাকে দেখে। আর তাতেই ঘটে বিপত্তি।

একটি গুলি আকাশের দিকে না গিয়ে সোজা এসে লাগে গায়িকার পায়ে। গান ছেড়ে স্টেজেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিখ্যাত ভোজপুরি গায়িকা নিশা উপাধ্যায়।

নিশা উপাধ্যায় রক্তাক্ত হতেই সব খুশি নিমেষে উবে যায়। শুরু হয় হুড়োহুড়ি। এদিকে গায়িকাকে দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নিশার পা থেকে গুলি বার করে দেন। তাঁর অবস্থা স্থিতিশীল।

কারা গুলি চালাচ্ছিলেন তার খোঁজ শুরু হয়েছে। যাঁরা ওই অনুষ্ঠানে হাজির হয়ে গুলি চালাচ্ছিলেন তাঁদের সকলেই নিশা উপাধ্যায় গুলি খাওয়ার পর সেখান থেকে চম্পট দেন। পুলিশ তাঁদের খোঁজ শুরু করে।

ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরার সেন্ধুয়ার গ্রামে। গ্রামের খোলা মঞ্চে গান গাইতে গিয়ে শ্রোতাদের আনন্দ হাসপাতালে পাঠিয়ে দিল এক গায়িকাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk