Sports

মারা যাননি, কুস্তিগির নিশা জানালেন তিনি খুব ভাল আছেন

খবর ছড়িয়ে পড়েছিল যে দেশের অন্যতম প্রতিভাবান মহিলা কুস্তিগির নিশা দাহিয়ার মৃত্যু হয়েছে। ২ দিন পর নিশা নিজেই ভিডিও মারফত জানালেন তিনি দিব্যি আছেন।

Published by
News Desk

বুধবার সকালেই ছড়িয়েছিল খবরটা। গোটা দেশ জেনে গিয়েছিল দেশের অন্যতম প্রতিভাবান মহিলা কুস্তিগির নিশা দাহিয়া আর বেঁচে নেই। তাঁকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে তাঁর ভাইকেও। এমনকি তাঁর মাও আহত হয়েছেন।

হরিয়ানার সোনিপতে নিশাকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। এক আততায়ী তাঁদের গুলি করে পালায় বলেও খবর ছড়ায়।

এরপর গোটা দেশ ভেবেই নিয়েছিল নিশা আর নেই। ভারতীয় মহিলা কুস্তি জগতে এ এক অপূরণীয় ক্ষতি। কিন্তু সেই ‘মৃত’ নিশা এই খবর ছড়ানোর কিছুক্ষণ পর বেঁচে উঠলেন।

এই খবর ছড়িয়ে পড়ার পর সকলকে অবাক করে নিশা দাহিয়া সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে নিশা জানান, তিনি জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে উত্তরপ্রদেশের গোণ্ডায় রয়েছেন। তিনি খুব ভাল আছেন। যে খবর ছড়িয়েছে তা ভুয়ো খবর। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

নিশা দাহিয়া এই ভিডিও প্রকাশ করার পর ২০১৬ রিও অলিম্পিকস থেকে ব্রোঞ্জ জিতে ফেরা ভারতীয় মহিলা কুস্তিগির সাক্ষী মালিকও নিশার সঙ্গে তাঁর একটি ফোটো দিয়ে ট্যুইট করে জানান নিশা বেঁচে আছেন।

তাহলে এমন খবর ছড়াল কেন? কেই বা এটা ছড়িয়ে দিল? তা খতিয়ে দেখা হচ্ছে। কি উদ্দেশ্যে এমন খবর ছড়ানো হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Nisha Dahiya

Recent Posts