Kolkata

প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা নিরুপম সেন

Published by
News Desk

সিপিএম নেতা হিসাবে প্রথমসারিতেই ছিল তাঁর নাম। দীর্ঘকাল পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্ধমানের ডাকসাইটে নেতা হিসাবে পরিচিত ছিলেন নিরুপম সেন। ৭২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। সোমবার ভোর ৫টায় সল্টলেকের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই স্নায়ুর রোগ ও কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন নিরুপমবাবু।

তাঁর মৃত্যুতে বাম রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যু পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি করল। অবশ্যই তাঁর মৃত্যু বাম মহলে নক্ষত্রপতন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান নিরুপম সেন। তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন প্রত্যক্ষ রাজনীতি থেকে। অসুস্থও ছিলেন। এদিন সেই অধ্যায়ের পরিসমাপ্তি হল।

Share
Published by
News Desk

Recent Posts