Business

নীরব মোদীকে ধরে দিন, হংকংকে অনুরোধ করল ভারত

Published by
News Desk

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১২ হাজার কোটি টাকা প্রতারণা কাণ্ডে মামা মেহুল চোকসি ও ভাগ্নে নীরব মোদী দেশ ছাড়া হয়েছেন। কোটিপতি মামা-ভাগ্নে কোথায় লুকিয়ে সেটাই একসময়ে জানতে পারছিল না ভারত সরকার। কখনও বলা হয় রাশিয়ায় লুকিয়ে রয়েছেন তাঁরা, কখনও আবার উঠে আসে নিউ ইয়র্কের হোটেলে বহাল তবিয়তে তাঁদের দিনযাপনের কথা। অবশেষে সংসদের বাজেট অধিবেশন চলাকালীন কেন্দ্রের তরফে জানানো হয় নীরব মোদীর হদিস মিলেছে। তিনি হংকংয়ে লুকিয়ে আছেন।

ভারতীয় পুলিশ তো আর গিয়ে নীরব মোদীকে হংকংয়ে গ্রেফতার করতে পারবেনা। তাই ভারতের বিদেশমন্ত্রকের তরফে হংকং প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন নীরব মোদীকে ধরে দেন। সে বিষয়ে তদ্বিরও শুরু করেছে ভারত। সূত্রের খবর, আপাতত হংকং প্রশাসন এ বিষয়ে কী জানায় সেই অপেক্ষায় ভারতের বিদেশ মন্ত্রক।

Share
Published by
News Desk