Categories: National

২৫০ নীলগাইকে গুলি করে হত্যা

Published by
News Desk

ফসল নষ্ট করে দিচ্ছে নীল গাইয়ের পাল। এই যুক্তিকে সামনে রেখে ২৫০-র ওপর নীলগাইকে গুলি করে হত্যা করা হল বিহারের মোকামায়। নীলগাইয়ের পাল ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করায় প্রতিকার চেয়ে বিহার সরকারের কাছে দরবার করেন কৃষকরা। অবস্থার দ্রুত সুরাহা করতে বিহার সরকার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কাছে নীলগাইগুলিকে গুলি করে হত্যার ছাড়পত্র চায়। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জাভড়েকরের দাবি, কৃষকদের ফসল নষ্ট হচ্ছিল। রাজ্য সরকার তাই নীলগাইগুলিকে হত্যার ছাড়পত্র দিয়েছিল। ফসল বাঁচাতে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাড়পত্র হাতে পাওয়ার পরই নীলগাইগুলিকে গুলি করে হত্যার জন্য হায়দরাবাদ থেকে পেশাগত শ্যুটার নিয়ে আসা হয়। তারাই পরপর তিন দিন ধরে মোকামায় হত্যালীলা চালায়। গুলিতে মৃত্যু হয় আড়াইশোর বেশি নীলগাইয়ের।

এদিকে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের এমন সিদ্ধান্তে মোদী সরকারে অস্বস্তি বাড়িয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন মোদী মন্ত্রিসভারই আর এক মন্ত্রী তথা পশু অধিকার নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া মানেকা গান্ধী। এভাবে নির্বিচারে নীলগাই হত্যায় ছাড়পত্র দেওয়ার জন্য পরিবেশমন্ত্রকের ওপর প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Share
Published by
News Desk