Kolkata

হাসপাতাল চত্বরে তারস্বরে মাইক বাজিয়ে আন্দোলনে নার্সরা

Published by
News Desk

হাসপাতাল মানেই বহু মুমূর্ষু রোগী সেখানে থাকেন। এমনিতেই হাসপাতালের সামনের রাস্তা নো হর্ন জোন হিসাবে পরিগণিত হয়। তা করা হয় রোগীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই। হাসপাতাল চত্বরে তো শব্দ দূষণের কোনও জায়গাই নেই। কিন্তু সেটাই প্রত্যক্ষ করলেন রোগী থেকে রোগীর আত্মীয় সকলেই। এনআরএস-এর মত কলকাতার অন্যমত প্রধান হাসপাতালে বুধবার তারস্বরে মাইক বাজিয়ে চলল নার্সদের প্রতিবাদ বিক্ষোভ। পুলিশ মাইক বন্ধের চেষ্টা করলেও তা করতে দেননি আন্দোলনরত নার্সেরা।

বেতন কাঠামোয় পরিবর্তন সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে বুধবার এনআরএস থেকে নার্স ও নার্সিং কর্মীদের একটি মিছিল রানি রাসমণি এভিনিউতে যাওয়ার কর্মসূচি ছিল। এদিন তাই মিছিল করে তাঁরা হাসপাতাল থেকে বার হতে যান। কিন্তু গেটে তাঁদের আটকে দেয় পুলিশ। তাঁরা পুলিশকে জানান এই কর্মসূচির জন্য তাঁদের আগাম অনুমতি নেওয়া ছিল। পাল্টা পুলিশের তরফে জানানো হয় সেই অনুমতি আগে থাকলেও পরে তা বাতিল করা হয়েছে। তা আন্দোলনকারীদের জানিয়েও দেওয়া হয়েছে। যদিও নার্সরা জানান তাঁদের এমন কিছু জানা নেই।

মিছিল হাসপাতাল চত্বর থেকে বার হতে না দেওয়ার প্রতিবাদ ও নিজেদের দাবি দাওয়াকে সামনে রেখে এরপর হাসপাতালের জরুরি বিভাগের সামনে মাইক লাগিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেন তাঁরা। চলে বক্তৃতা। হাসপাতাল চত্বর হওয়ায় পুলিশ চেষ্টা করে মাইক খোলার। কিন্তু তাতে কাজ হয়নি। আন্দোলন যেমন চলার চলতে থাকে। অন্যদিকে নার্সদের ৬ জনের একটি প্রতিনিধি দল এদিন তাঁদের দাবি দাওয়া সম্পর্কিত স্মারকলিপি নবান্নে দিয়ে আসে।

Share
Published by
News Desk

Recent Posts