মাত্র ৭ মাসের ব্যবধান। ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল নাইজেরিয়ার মুবি শহর। এবার পরপর ২ বার। ২০১৭-র নভেম্বরে জঙ্গিদের আত্মঘাতী হামলায় মৃত্যু হয় ৫০ জন নিরীহ নাগরিকের। এবারের হামলায় হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। গত মঙ্গলবার দুপুর ১টার সময় মুবি শহরের একটি মসজিদে প্রার্থনা করতে হাজির হন বহু মানুষ। পুলিশ জানাচ্ছে, মানুষের ভিড়ে মিশে মসজিদে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার গায়ে বিস্ফোরক বাঁধা ছিল। প্রার্থনা চলাকালীন আচমকাই সেই বিস্ফোরক ফাটিয়ে দেয় সে। মুহুর্তে গোটা মসজিদে ছড়িয়ে পড়ে মানুষের দেহাংশ। চারদিক ভেসে যায় রক্তে। বাতাসে মেশে পোড়া গন্ধ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৪ জনের ছিন্নভিন্ন দেহ।
দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে এর কিছুক্ষণের মধ্যেই। মসজিদে বিস্ফোরণের জেরে তখন বহু মানুষ এদিক ওদিক দিশেহারা হয়ে ছোটাছুটি করছিলেন। ঠিক সেই সময়েই ভিড়ের মাঝখানে আরও এক মানব বোমা নিজেকে উড়িয়ে দেয়। দ্বিতীয় বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বিস্ফোরণের জেরে আহত ও আশঙ্কাজনক মানুষজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৫ জনের মৃত্যু হয়। জোড়া বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার না করলেও পুলিশের দৃঢ় ধারণা এই মানব বোমা বিস্ফোরণের পিছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত রয়েছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বোকো হারাম নাইজেরিয়া জুড়ে রক্তাক্ত সন্ত্রাস চালিয়ে আসছে।
বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…