World

সেনা শিবিরে জঙ্গি হানা, মৃত ১৮

Published by
News Desk

নাইজেরিয়ার শহর মাইদুগুরির একটি সেনা শিবিরে হামলা চালাল সন্ত্রাসবাদী সংগঠন বোকো হারাম। সেনা শিবিরের লাগোয়া গ্রামেও আক্রমণ হানে তারা। বোকো হারামের অতর্কিত হানায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভোর রাতের দিকে হামলা চালায় বোকো হারামের সশস্ত্র জঙ্গিরা।

কাজু খেতের কাছে থাকা এই নাইজেরীয় সেনা শিবিরে হানা দিতে মানব বোমাও ব্যবহার করে তারা। এছাড়া মর্টার ও অত্যাধুনিক বন্দুক ব্যবহার করে তারা। তাছাড়া পাশের দুটি গ্রাম বালে সুওয়ার ও আলিকারানটি-তেও হামলা চালায় জঙ্গিরা। সেখানে নিরীহ গ্রামবাসীরা বোকো হারামের শিকার হন।

Share
Published by
News Desk

Recent Posts