World

নাইজেরিয়ায় মানব বোমা বিস্ফোরণ, মৃত ৫০

Published by
News Desk

ফের নাইজেরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণ। মঙ্গলবার ভোরে নাইজেরিয়ার মুবি শহরের মদিনা মসজিদে প্রার্থনা করতে হাজির হয়েছিলেন বহু মানুষ।

পুলিশ জানাচ্ছে, সেই ভিড়ে মিশেই মসজিদে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার গায়ে বিস্ফোরক বাঁধা ছিল। এরপর প্রার্থনা চলাকালীন আচমকাই সেই বিস্ফোরক ফাটিয়ে দেয় সে। মুহুর্তে গোটা মসজিদে ছড়িয়ে পড়ে মানুষের দেহাংশ। চারদিক ভেসে যায় রক্তে আর পোড়া গন্ধে।

পুলিশের দাবি, ৫০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বহু মানুষ আহত। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার দায় কোনও সংগঠন স্বীকার না করলেও পুলিশের দৃঢ় ধারণা

এই মানব বোমা বিস্ফোরণের পিছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত রয়েছে। দীর্ঘদিন ধরেই বোকো হারাম নাইজেরিয়া জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে আসছে। মঙ্গলবারের ঘটনা সেই তালিকা আরও দীর্ঘ করল।

Share
Published by
News Desk

Recent Posts