World

২৬ ফুট সাইজের চটি, কে পরবে, কেন তৈরি হল এমন চটি

চটির সাইজ সম্বন্ধে সকলের একটা ধারনা আছে। তা বলে ২৬ ফুটের জুতো কি মানুষ পরতে পারে। তাও কেন তৈরি হল এমন চটি।

Published by
News Desk

জুতো বা চটি কেনার সময় সাইজ কত জিজ্ঞেস করা হয়। সকলেই জানেন তাঁর পায়ের সাইজ। কারও যদি সন্দেহ থাকে তবে একাধিক সাইজের জুতো বা চটি পরে নিশ্চিত হন কোনটা তাঁর পায়ের জন্য সঠিক। কিন্তু সে সাইজ কখনওই ২৬ ফুট হয়না।

কোনও মানুষের ২৬ ফুট লম্বা পায়ের পাতা তো হতেই পারেনা। তা জানা সত্ত্বেও একটি দানবীয় চটি এখন গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছে। ২৬ ফুট ৮ ইঞ্চি লম্বা, ১০ ফুট ৪ ইঞ্চি চওড়া একটি চটি সকলের নজর কেড়ে নিয়েছে।

ব্রিটিশ নাইজেরিয়ান এক ফ্যাশন ডিজাইনার এই চটি তৈরি করেছেন। যা তৈরি করতে তিনি ৭২ ঘণ্টা ব্যয় করেন। তাতেই সম্পূর্ণ হয় এই বিশেষ আকৃতির চটি।

নাইজেরিয়ার লাগোস শহরের পিক্সেল পার্কে এই অতিকায় চটি এখন সকলের দর্শনীয় হয়ে উঠেছে। গোলাপি রংয়ের চটিটি দর্শনেও নজর কাড়ছে।

লিজ সানিয়া নামে ওই ডিজাইনার এখন চাইছেন তাঁর এই সৃষ্টি জায়গা পাক বিশ্বরেকর্ড হিসাবে। সে দাবিও করেছেন তিনি। এ চটি তাই কারও পায়ে শোভা পাওয়ার জন্য তৈরি নয়।

চটি বটে, তবে এটা পরিধেয় নয়, বরং একটি বিরল শিল্পকীর্তি। যা একটি শিল্পকীর্তি হিসাবে একটি পার্কে নিজের জায়গা করে নিয়েছে। বিশেষত্ব এটাই যে স্থানীয়ভাবে একটি শিল্পকীর্তি হিসাবে নয়, বিশ্বজুড়েই লিজ সানিয়ার এই চটির খ্যাতি ছড়িয়ে পড়েছে।

Share
Published by
News Desk
Tags: Nigeria

Recent Posts