Entertainment

শহরের অলিগলিতে পাওয়া ৩ খাবারে মন মজেছে প্রিয়াঙ্কার স্বামীর

তাঁর ৩টি দেশিয় খাবার দারুণ লাগে। যে ৩টি খাবারের নাম প্রিয়াঙ্কার স্বামী জানিয়েছেন তা কিন্তু এ দেশের অলিগলিতে পাওয়া যায়।

Published by
News Desk

প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস কি খেতে ভালবাসেন? মার্কিন খাবারের নামই ছিল তাঁর জন্য স্বাভাবিক। কিন্তু তিনি জানালেন ৩টি খাবার তাঁর সবচেয়ে প্রিয়। আর ৩টিই এ ভারতের বিভিন্ন প্রান্তে সহজেই পাওয়া যায়।

নিক একটি কনসার্টের ফাঁকেই একটি সাক্ষাৎকার দেওয়ার সময় স্বীকার করে নিয়েছেন তাঁর ৩টি খাবার পছন্দের। তার মধ্যে একটি ধোসা। ধোসা খেতে তাঁর দারুণ লাগে। পরিস্কার উচ্চারণে নিক জানিয়ে দিয়েছেন ধোসা তাঁর অন্যতম পছন্দের খাবার।

নিকের দ্বিতীয় পছন্দের খাবার বিরিয়ানি। বিরিয়ানি ভারতের বড় রেস্তোরাঁতেও যেমন পাওয়া যায়, তেমন অলিগলিতে থাকা নানা ছোট বিরিয়ানির দোকানে তা সহজলভ্য।

তবে নিক এটাও জানিয়েছেন বিরিয়ানি তাঁর অন্যতম পছন্দের খাবার এবং সেটা যদি ভেড়ার মাংসের হয় তাহলে তো কথাই নেই।

নিক জোনাসের তৃতীয় পছন্দের ভারতীয় খাবার হল পনির। পনির ভারত জুড়েই অত্যন্ত উপাদেয় এবং বহুল প্রচলিত একটি খাবার। পনির যেমন দোকান থেকে কিনে নিয়ে গিয়ে অনেকেই রান্না করেন, তেমন রাস্তাঘাটে চলতে ফিরতে পথের ধারের দোকানেও এখন পনিরের নানা পদ সহজেই পাওয়া যায়।

বিশেষত যাঁরা নিরামিষ খাবার পছন্দ করেন তাঁরা রাস্তায় বেরিয়ে খিদে পেলে পনিরের তরকারি পছন্দ করেন। সব মিলিয়ে এটা পরিস্কার যে প্রিয়াঙ্কা চোপড়ার বেশ প্রভাব নিকের ওপর পড়েছে। স্ত্রী তাঁকে নিজের দেশের খাবারের স্বাদ যে কতটা সুস্বাদু তা বোঝাতেও সক্ষম হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk