World

নদী পার হতে গিয়ে ভেসে গেলেন ১৭ জন

Published by
News Desk

কেউ পায়ে হেঁটে। কেউবা ঘোড়ায় চড়ে। কেউবা সাইকেলে। খরস্রোতা নদী পার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলেন ১৭ জন। তবে একসঙ্গে নয়। গত কয়েকদিনে নিকারাগুয়ার বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ১৭ জনের জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে। নিকারাগুয়া প্রশাসনের তরফেই একথা নিশ্চিত করা হয়েছে।

নিকারাগুয়ায় বর্ষাকাল শুরু হয় মে মাস থেকে। চলে অক্টোবর পর্যন্ত। এখন বর্ষা তাই শেষের পথে। তার আগে শেষ কদিন ধরেই নিকারাগুয়ায় প্রবল বর্ষণ অব্যাহত। ফলে বিভিন্ন নদী ফুঁসছে। এই অবস্থায় নদীর জল পারাপারের রাস্তার ওপর দিয়ে বইছে। কিন্তু সেই জলের তোড় উপেক্ষা করেই কেউ কেউ ওই পথে নদী পার করার চেষ্টা করতে গিয়ে পড়ছেন বিপদে। ১৭ জনের প্রাণ গেল এভাবেই। নিকারাগুয়ায় বর্ষাকালে অনেক জায়গায় কাদা ধস নেমেও জনজীবন বিপর্যস্ত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk