World

আঙুল নয়, এখানে মানুষ ঠোঁট নানাভাবে বেঁকিয়ে কোনও কিছু দেখান

মানুষ সাধারণত আঙুল দিয়ে কোনও কিছুর দিকে ইঙ্গিত করেন। কিন্তু এখানকার মানুষ আঙুল ব্যবহার করেননা। তাঁরা কোনও কিছুর দিকে ইঙ্গিত করতে ঠোঁট ব্যবহার করেন।

Published by
News Desk

বাড়িতে কোনও জিনিস কোথায় রাখা আছে তা জানতে চাইলে যাঁর জানা আছে তিনি তা আঙুল দিয়ে দেখিয়ে দেন। রাস্তাতেও ধরে নেওয়া যাক কেউ কোনও দোকান চিনতে পারছেন না। স্থানীয় কাউকে জিজ্ঞাসা করলে তিনি আঙুল দিয়ে দিকটা দেখিয়ে দেন।

বিশ্বের যে কোনও জায়গায় যাওয়া যাক না কেন এভাবে আঙুল দিয়ে বা হাত দিয়ে দিক নির্দেশ বা কোনও কিছুর দিকে ইঙ্গিত করাটা স্বাভাবিক। কিন্তু একটি দেশ রয়েছে যেখানকার মানুষ আঙুল ব্যবহার করেননা। হাত ব্যবহার করেননা।

বরং দিক নির্দেশের জন্য বা কোনও কিছু কোথায় রয়েছে তা দেখিয়ে দিতে ঠোঁট ব্যবহার করেন। কীভাবে সেটা করেন তাঁরা? আঙুল দিয়ে যেমন কোনও কিছু দেখিয়ে দেওয়া যায়, তেমন তাঁরা তাঁদের ঠোঁটকে প্রথমে ছুঁচলো করে নেন। তারপর সেই ছুঁচো ঠোঁট সেদিকে দেখাতে থাকেন, যা তিনি দেখাতে চান।

আঙুল দিয়ে দেখানোটা সহজ কাজ বলে মনে হলেও, এ দেশের মানুষ কিন্তু তাঁদের ঠোঁটকে এভাবে ব্যবহার করতে অভ্যস্ত। শুধু ছুঁচলোই নয়, আরও নানাভাবে বেঁকিয়ে তাঁরা এই কাজ করে থাকেন।

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। এখানকার মানুষ এভাবে ঠোঁট দিয়ে দিক নির্দেশ, কোনও কিছু দেখানোর কাজ করে থাকেন। তাঁদের এই ঠোঁট দিয়ে কোনও কিছুর দিকে দেখানো সে দেশে পিটো বা সিবিডো নামে খ্যাত।

ঠোঁট ছাড়া তাঁরা মাথা দিয়েও দিক নির্দেশ করে থাকেন। মুখে কোনও শব্দ না করে কেবল ইঙ্গিতে কিছু বোঝানোর জন্য তাঁরা আঙুল নয়, ঠোঁট এবং মাথা ব্যবহারে বেশি স্বচ্ছন্দ।

Share
Published by
News Desk
Tags: Nicaragua

Recent Posts