World

টিভি চ্যানেলের মালিক সহ সাংবাদিকদের গ্রেফতার করল পুলিশ

Published by
News Desk

সরকার বিরোধী আন্দোলন হলে তা সকলের সামনে অবশ্যই তুলে ধরত ১০০% নটিসিয়াস চ্যানেল। সরকার বিরোধী খবর করতেন এই চ্যানেলের সাংবাদিকরা। তার ফলও ভুগতে হল তাঁদের। গত শনিবার চ্যানেলের অফিসে ঢুকে পড়ে পুলিশ। গ্রেফতার করা হয় চ্যানেলের মালিক সহ সাংবাদিকদের। অভিযোগ, দেশে হিংসা ছড়াচ্ছে এই চ্যানেল। এমন খবর পরিবেশন করছে যাতে দেশে হিংসার বাতাবরণ তৈরি হয়। ঘটনাটি ঘটেছে নিকারাগুয়ার মানাগুয়ায়।

নিকারাগুয়ায় খুব কমই বেসরকারি চ্যানেল আছে। তারমধ্যে ১০০% নটিসিয়াস একটি। চ্যানেলের মালিক মিগুয়েল মোরার অবিলম্বে মুক্তির দাবি করেছেন তাঁর স্ত্রী ভেরোনিকা শ্যাভেজ। পেশায় একজন সাংবাদিক ভেরোনিকা দাবি করেছেন তাঁর স্বামী নির্দোষ, তাই তাঁকে সুস্থ অবস্থায় মুক্ত করা হোক।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts