Entertainment

সাহসী পোশাকে ফোটো, ট্রোলড হলেন নিয়া শর্মা

Published by
News Desk

ছোট পর্দার বড় নাম নিয়া শর্মা। সিরিয়াল জগতের অতি পরিচিত মুখ নিয়া সম্প্রতি গিয়েছিলেন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে একটি শ্বেতশুভ্র পোশাক পরেছিলেন তিনি। সাহসী পোশাক তো বটেই। সেই পোশাক পরে ছবি তিনি তাঁর ইন্সটাগ্রামে পোস্টও করেন। আর সেই পোশাকে নিয়াকে সোশ্যাল সাইটে দেখার পর থেকেই একের পর এক কড়া মন্তব্যের তির ছুটে আসছে তাঁর দিকে। ইন্টারনেটে পোশাকের জন্য প্রবলভাবে ট্রোলড হচ্ছেন এই সুন্দরী।

যদিও ট্রোল শিকারিদের পাল্টা কোনও উত্তর দেননি নিয়া। এতদিন ইন্ডাস্ট্রিতে থাকার পর এটুকু তিনি বোঝেন যে নেগেটিভ হোক বা পজিটিভ, পাবলিসিটি সব সময়েই কাজের।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk