Sports

নেইমারের জার্সি চুরি করে পালাল চোর

Published by
News Desk

চোরেদের হাত থেকে নিস্তার পেলেন না খোদ তারকা ফুটবলার নেইমার। এই মুহুর্তে ফরাসি লিগে ব্যস্ত নেইমার। সেইসঙ্গে ব্যস্ত নেইমারের ক্লাব পিএসজির কোচ এমেরি। সেই সুযোগে এমেরির প্যারিসের বাড়িতে চোর হানা দেয়। কোচের বাড়ির সংগ্রহশালা থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, ২টি চ্যানেল ব্যাগ এবং ২টি দামি ঘড়ি চুরি যায়।

এখানেই শেষ নয়। চোর তার নেইমার ভক্তিরও পরিচয় দিয়েছে নেইমারের সই করা পিএসজির ২টি জার্সি চুরি করে। সব মিলিয়ে ২০ হাজার ইউরোর জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে। চুরির সময় বাড়িতে কেউ ছিলেন না। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে প্যারিসের পুলিশ।

Share
Published by
News Desk
Tags: FranceParis