World

করোনামুক্ত দেশে ফের বাড়ছে আক্রান্ত

করোনামুক্ত হয়ে গোটা বিশ্বের নজর কাড়া দেশে ফের শুরু হল আক্রান্ত গোনা।

Published by
News Desk

ওয়েলিংটন : রক্ষা করেও শেষ রক্ষা হল কই! করোনামুক্ত করে ফেলা একটা দেশে যখন পুরোদমে স্বাভাবিক জীবন ফিরছিল, যখন সে দেশের মানুষ প্রায় ধরেই নিয়েছিলেন যে করোনা তাঁদের জন্য আর মাথা ব্যথার কারণ নয়, ঠিক তখনই ফের শুরু হল নতুন করে আক্রান্তের খোঁজ মেলা। ২৪ দিন টানা করোনামুক্ত থাকার পর ফের করোনা আক্রান্ত বাড়তে শুরু করেছে নিউজিল্যান্ডে।

নিউজিল্যান্ডে গত ১ দিনে ২ কিশোরী পাকিস্তান থেকে ফেরে। ১ যুবক ফেরেন ভারত থেকে। ৩ জন যেহেতু বিদেশ থেকে ফিরেছেন তাই তাঁদের করোনা পরীক্ষা হয়। আর তাতেই ৩ জনের দেহে করোনা মিলেছে। এই নিয়ে করোনামুক্ত নিউজিল্যান্ডে নতুন করে করোনায় আক্রান্ত দাঁড়িয়েছে ৯ জনে। নিউজিল্যান্ড সরকার অবশ্য দাবি করেছে এই ৯ জনের সকলেই বিদেশ থেকে ফিরেছেন। তাঁরা দেশে ঢুকেছেন করোনা নিয়ে।

নতুন করে ৯ জন করোনা পজিটিভ হিসাবে পাওয়া গেলেও এঁদের কাউকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি। তাঁদের আইসোলেশনে রাখার বন্দোবস্ত করেছে প্রশাসন। সেখানে তাঁদের আলাদা করে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউজিল্যান্ডে করোনা প্রথম দেখা দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত করোনায় প্রাণ গেছে ২২ জন মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts