World

বিমানবন্দরের রানওয়ের মাঝখান দিয়ে গেছে ট্রেনলাইন, ট্রেন ও বিমান সমঝোতা করে চলে

একটি রানওয়ের মাঝখান দিয়ে চলে গেছে ট্রেনলাইন। সেই পথে ট্রেন যাতায়াত চলতেই থাকে। ট্রেন ও বিমান চলাচল নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছে।

একটি বিমানবন্দরের রানওয়ে যথেষ্ট সাবধানে রাখা হয়। সেখানে অহরহ বিমান উঠছে, নামছে। রানওয়েতে কিছু যাতে না এসে পড়ে সেদিকে কঠোর নজর রাখা হয়। সেই রানওয়ের মাঝখান দিয়ে ট্রেনলাইন কি স্বপ্নেও কল্পনা করা যায়!

স্বপ্নে কল্পনা করা যায় কিনা জানা নেই, তবে বাস্তবে এমনই রয়েছে। বিশ্বে এমনও বিমানবন্দর রয়েছে যেখানে রানওয়ের মাঝখান দিয়ে কেটে ট্রেনলাইন পাতা আছে। বিমান উড়লে ট্রেন অপেক্ষা করে। আর ট্রেন রানওয়ে পার করার সময় বিমান অপেক্ষা করে। এটাই সমঝোতা।

রানওয়ের মাঝখান দিয়ে ট্রেনলাইন রয়েছে নিউজিল্যান্ডের গিসবর্ন বিমানবন্দরে। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের এই বিমানবন্দর বিখ্যাতই এই অবাক করা বিষয়টির জন্য।

কারণ কোনও বিমানবন্দরের রানওয়ের মাঝখান দিয়ে ট্রেনলাইন চলে যাবে এটা ভাবনার অতীত। বিশ্বে এমন রানওয়ে একটাই রয়েছে। মূল রানওয়ের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে এই রেলপথ। গিসবর্ন ও মরিওয়াই-এর মধ্যে ট্রেন চলাচল করে এই রুটে।

এখন বিশ্বে একমাত্র বিমানবন্দর নিউজিল্যান্ডে থাকলেও এর আগে আরও এমন ২টি বিমানবন্দর ছিল যেখানে রানওয়ের মাঝখান দিয়ে ট্রেন চলাচল করত। ২টোই ছিল অস্ট্রেলিয়ায়। একটি ছিল সিডনিতে। অন্যটি তাসমানিয়ায়।

তাসমানিয়ায় রানওয়ের মাঝখান দিয়ে যে ট্রেনলাইন সক্রিয় ছিল তা অবশ্য যাত্রী পরিবহণে কাজে লাগত না। বরং কাঠের জিনিসপত্র এই লাইন ধরে যাওয়া পণ্যবাহী ট্রেনে নিয়ে যাওয়া, নিয়ে আসা হত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *