World

এই সমুদ্রতীরে সারিবদ্ধ বিশেষ চেহারার পাথর আসলে লাউ, এমনই দাবি স্থানীয়দের

সমুদ্রের ধারে পাথরের খণ্ড তো অনেকেই দেখেছেন। একটি সমুদ্রসৈকতে থাকা পাথরগুলি লাউ বলে স্থানীয়দের দাবি। এল কোথা থেকে তাও জানান তাঁরা।

Published by
News Desk

সমুদ্রসৈকতে যেমন প্রচুর বালির তট নজর কাড়ে, তেমনই অনেক সমুদ্রসৈকতে নজর কাড়ে নানা আকারেরে পাথর। যাকে বোল্ডার বলা হয়। এ পাথর প্রকৃতির দান। নানা মাপের, নানা চেহারার, নানা রংয়ের এসব পাথর বিশ্বের নানা প্রান্তের অগুন্তি সমুদ্রসৈকতে নজরে পড়ে।

কিন্তু একটি সমুদ্রসৈকত রয়েছে যেখানে এমন প্রস্তরখণ্ড সারি দিয়ে রয়েছে বটে, তবে তাদের চেহারা একদম একরকম। আর বেশ অবাক করা। একই চেহারার পাথরের সারি।

স্থানীয় মানুষজন এই প্রস্তরখণ্ডকে পাথর বলতে নারাজ। তাঁদের মতে ওগুলো আসলে লাউ। যা ভেসে এসেছিল কোনও জাহাজ থেকে বলে মনে করেন তাঁরা। এটাই স্থানীয় মাওরি উপকথা। জাহাজ থেকে ভেসে আসা লাউ ক্রমে ওই সাগর পাড়ে পাথরের মত হয়ে গেছে বলে মনে করেন তাঁরা।

নিউজিল্যান্ডের মোরাকি দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে দেওয়ার মত। সেখানে কোকোহে সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় জমে কেবল একটি জিনিসের টানে। তা হল এখানে ছড়িয়ে থাকা বোল্ডার।

এই পাথরের খণ্ডগুলি অধিকাংশই বেশ অতিকায়। আর সেগুলি প্রায় একরকম দেখতে। যা দেখে লাউ বা কুমড়োর মত লাগে। এগুলিকে মোরাকি বোল্ডার বলা হয়। আনুমানিক সাড়ে ৬ কোটি বছর আগে এই বোল্ডারগুলি সৃষ্টি হয়েছিল।

মাওরি গাথা মেনে স্থানীয় মাছ ধরা গ্রামের মানুষের বিশ্বাস যে জাহাজে করে তাঁদের পূর্বপুরুষরা এই দ্বীপে আসেন, সেই জাহাজ থকেই ভেসে আসা লাউ এই বোল্ডারগুলি।

Share
Published by
News Desk
Tags: New Zealand

Recent Posts