World

বিমানবন্দরে এ কেমন চিহ্ন, জড়িয়ে ধরার জন্য বাঁধা হল সময়

এক বিমানবন্দর এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। কারণ সেখানে যাত্রীদের নজরে পড়েছে এক নতুন চিহ্ন। জড়িয়ে ধরার জন্য বাঁধা হল সময়।

Published by
News Desk

বিমানবন্দরে যাত্রীরা যেমন আসেন, তেমন তাঁদের বিমানে তুলতে কাছের মানুষজনও আসেন। সে তিনি যাত্রীর স্ত্রী বা স্বামী হতে পারেন, প্রেমিক প্রেমিকা হতে পারেন, পরিবারের অন্য কেউ হতে পারেন, বাবা মা হতে পারেন।

ওই বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তারা দেখেছে যিনি বিমানে উড়ে যাওয়ার জন্য বিমানবন্দরে হাজির হলেন এবং তাঁকে যিনি পৌঁছতে এলেন তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে বিদায় পর্ব সারেন। এটা অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য চলতে থাকে।

জড়িয়ে ধরে থাকার সময় দীর্ঘায়ত হতেই থাকে। বারংবার একে অপরকে জড়িয়ে ধরেন। কাছের মানুষের সাময়িক বিদায়ও যন্ত্রণার হতেই পারে। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের মনে হয়েছে তা অন্য যাত্রীদের সমস্যার কারণ হচ্ছে। বিমানবন্দরের কাজেরও সমস্যা হচ্ছে।

তাই নিউজিল্যান্ডের ডুনেডিন বিমানবন্দরের একটি বিশেষ চিহ্ন যুক্ত পোস্টার নজর কেড়েছে যাত্রীদের। যেখানে লেখা আছে অনুরাগে ভরা বিদায় পর্বে আলিঙ্গন যেন ৩ মিনিটের বেশি না হয়। সেই সঙ্গে এই পর্বটি মেটানোর জন্য কার পার্ক বেছে নিতে অনুরোধ করা হয়েছে।

এই পোস্টার দেখে অনেক যাত্রীই প্রথমে অবাক হয়ে যান। বিদায়ের জন্য আলিঙ্গন ৩ মিনিটের বেশি করা যাবেনা এটা আবার একাংশের মানুষের মনঃপুত হয়নি। তাঁরা বিষয়টির সমালোচনাও করেছেন।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ চাইছে যাত্রীদের এবং বিমানবন্দর কর্মীদের কাজে যাতে সমস্যা না হয় এজন্য দীর্ঘ আলিঙ্গন পর্বে দাঁড়ি টানতে। অবশ্যই এই পোস্টার নিউজিল্যান্ডের সীমানা পার করে অনেক দেশের সংবাদপত্রেই জায়গা করে নিয়েছে।

Share
Published by
News Desk
Tags: New Zealand

Recent Posts