বহুমূল্য পালক, ছবি – সৌজন্যে – ওয়েবস ডট কো ডট এনজেড
রাস্তাঘাটে চলতে ফিরতে কত পাখির পালক পড়ে থাকতে দেখা যায়। বাড়িতে বা বাগানে পাখির আনাগোনা থাকলে সেখানেও অনেক পালক পাওয়া যায়। আর গ্রামাঞ্চলে বা জঙ্গলে তো এমন পালক হামেশাই পাওয়া যায়।
তাই পাখির পালক কোনও অমূল্য ধন নয়। কিন্তু তেমনই একটি পাখির পালক যে সাড়ে ২৩ লক্ষেরও কিছু বেশি টাকায় বিক্রি হয়ে যাবে তা কেউ কখনও ভেবেছিলেন?
হয়েছে কিন্তু সেটাই। এ পালক হুইয়া নামে একটি পাখির। পালকের উপরের অংশটা সাদা। সামান্য কিছুটা অংশ সাদা থাকার পর বাকি পালকটি চকোলেট রংয়ের।
সেই পালকটি উঠল নিলামে। সেখানে দর হাঁকা শুরু হয়। নিউজিল্যান্ডে হওয়া সেই নিলামে যে দামে পালকটি বিক্রি হল তা নিলাম ঘরের কর্তৃপক্ষের কাছেও অবাক করা।
কেন এত দাম উঠল? এই হুইয়া পাখি নিউজিল্যান্ডের বাসিন্দা। কিন্তু তা অতি বিরল পাখি। প্রায় হারিয়ে যেতে বসা এই পাখির দেখা মেলা ভার। তারই পালক হওয়ায় এই পালকের দাম এমন জায়গা ছুঁয়ে ফেলল যে পৃথিবীতে সবচেয়ে বেশি দামে বিক্রিত পাখির পালক হয়ে গেছে এটি।
এর আগেও যে পাখির পালকটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল তা এই হুইয়া পাখিরই ছিল। তবে এবার তার দাম উঠল অস্বাভাবিক উচ্চতায়। মার্কিন ডলারে যা বিক্রি হয়েছে। দাম উঠেছে ২৮ হাজার ৪১৭ ডলার।