World

ক্রিকেট খেলিয়ে এই দেশে একটাও সাপ নেই, নামটা খুব চেনা

এই দেশ দারুণ ক্রিকেট খেলে। ক্রিকেট খেলিয়ে এই দেশে কিন্তু একটাও সাপ নেই। পৃথিবীর এমন এক দেশ যেখানে একটাও সাপ পাওয়া যায়না।

Published by
News Desk

উপমহাদেশে তো যে প্রান্তেই যাওয়া যায় সাপ দেখা যাবেই। বিষধর থেকে নির্বিষ সাপ, সবই রয়েছে এখানে। ভারতীয় উপমহাদেশের মতই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব দেশেই প্রায় সাপ দেখা যায়। কোথাও কম তো কোথাও বেশি। কিন্তু এ বিশ্বে এমনও একটি দেশ রয়েছে যা বিশ্বে সর্পহীন দেশ হিসাবে পরিচিত।

দেশটির সরকারও তাদের সর্পহীন দেশ হিসাবে ঘোষণা করেছে। নামটা খুব চেনা। একবার ভেবে দেখার জন্য সূত্র হল এ দেশটি ক্রিকেট বিশ্বে দারুণ জনপ্রিয়। এই দেশটির খুব কাছেই আরও একটি ক্রিকেট খেলিয়ে দেশ রয়েছে, যেখানে আবার ভয়ংকর সব বিষধর সাপের ডেরা রয়েছে।

বিশেষজ্ঞেরা বলেন দেশটিতে সাপ না থাকার কারণ হল যখন বিশ্বের বিভিন্ন স্থলভাগ একসঙ্গে জুড়ছিল, তখন টেকটনিক প্লেটের নড়াচড়ায় এটি আলাদা হয়েছিল।

আর এটা যে সময় হয় সে সময় সাপ প্রাণিটিই তৈরি হয়নি। ফলে এখানে সাপ নেই। এর পরেও স্থলভাগে নানা পরিবর্তন হয়েছে কিন্তু ওই দেশ আলাদাই থেকেছে।

ফলে সেখানে অন্য দেশ থেকেও সাপ গিয়ে পৌঁছতে পারেনি। দেশটির নাম নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের খুব কাছেই অস্ট্রেলিয়ায় কিন্তু নানা ধরনের বিষধর সাপ দেখা যায়।

সেখানে নিউজিল্যান্ড এমন দেশ যেখানে একটিও সাপ নেই। যাতে সে দেশে সাপের ছায়াও না পড়ে সেজন্য নিউজিল্যান্ডের কোনও চিড়িয়াখানাতেও সাপ দেখতে পাওয়া যায়না।

Share
Published by
News Desk
Tags: New Zealand

Recent Posts