World

নিউ ইয়র্কে সাবওয়েতে বিস্ফোরণ, শহর জুড়ে আতঙ্ক

Published by
News Desk

বিস্ফোরণে কেঁপে উঠল নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ত সাবওয়ে। স্থানীয় সময় সকালে হয় এই বিস্ফোরণ। পুলিশের প্রাথমিক অনুমান কোনও পাইপ বোমা ফেটেই হয় এই বিস্ফোরণ। ব্যস্ত সাবওয়েতে তখন অনেক লোকজন ছিলেন। বিস্ফোরণে ১ জনের আহত হওয়ার খবর মিলেছে। হুড়োহুড়িতে বেশ কয়েকজন পড়ে গিয়ে আহত হন। পুলিশ ইতিমধ্যেই ১ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনার পরই সাবওয়ে ফাঁকা করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় স্থানীয় স্টেশন থেকে মেট্রো চলাচল।

এদিকে যে সাবওয়েতে বিস্ফোরণ হয় তার পাশেই ম্যানহাটন থেকে নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার বাস ছাড়ে। ফলে সর্বত্রই আতঙ্ক ছড়ায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির দাবি, পাইপ বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটে। কোনও সংগঠন এখনও এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনার পর দ্রুত এলাকা ঘিরে নেয় পুলিশ। নিয়ন্ত্রিত হয় যান চলাচল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk