World

২ কোটি ৭০ লক্ষ টাকার চাকরি ছেড়ে দিলেন ২২-এর তরুণ, কারণও জানালেন

তাঁর যখন ২১ বছর বয়স তখনই তিনি বছরে ২ কোটি ৭০ লক্ষ টাকার চাকরিটা পান। কিন্তু মাত্র ৮ মাস করেই ছেড়ে দিলেন সেই স্বপ্নের চাকরি। জানালেন কারণ।

মার্কেটিং অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে বিজ্ঞানে স্নাতক হওয়ার পর বসে থাকতে হয়নি তাঁকে। মাত্র ২১ বছর বয়সেই স্বপ্নের চাকরি পান তিনি। যেখানে তিনি বেশ উঁচু পদেই বহাল হন। একটি এআই স্টার্টআপ সংস্থার এই চাকরি তাঁকে স্বপ্নের মাইনেও অফার করে। যা ওই বয়সের এক তরুণের জন্য অবশ্যই স্বপ্নের মত।

বাৎসরিক ২ কোটি ৭০ লক্ষ টাকার সেই চাকরিতে যোগ দেওয়ার পর দিনগুলো দারুণ কাটছিল তাঁর। কাজটাও ভাল লাগছিল। মন দিয়ে অফিসের কাজে ডুবে ছিলেন। কিন্তু সমস্যা শুরু হয় ২-৩ মাস কাটার পর।

তাঁর অফিস তাঁর সমস্যার কারণ নয়। তবে অফিসে যে সময় তাঁকে দিতে হচ্ছিল তাতে তাঁর ক্রমশ একটা একঘেয়েমি পেয়ে বসছিল। বিরক্ত হচ্ছিলেন।

কারণ ওই তরুণ বন্ধুদের সঙ্গে খেতে যাওয়া বা ভাইয়ের জন্মদিনে একসঙ্গে সময় কাটানোর মত জীবনটা স্বাভাবিকভাবে কাটানোর সুযোগ পাচ্ছিলেন না। এমনই দাবি করেছেন ওই ২২ বছরের তরুণ।

New York
ড্যানিয়েল মিন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @daniel_mints

দিনে ১২ ঘণ্টা কাজের চাপে তিনি ক্রমশ তাঁর স্বাভাবিক জীবন যাপনটাই ভুলে যাচ্ছিলেন। যা তাঁকে কষ্ট দিচ্ছিল। এভাবেই ৮ মাস চাকরি করার পর আর এই মানসিক চাপটা নিতে পারেননি তিনি। স্বপ্নের মাইনের চাকরি ছেড়ে দেন।

তাঁর এই চাকরি ছাড়ার কথা রীতিমত খবর হয়ে যায়। মাত্র ২১ বছর বয়সেই পাওয়া এমন একটা মোটা মাইনের চাকরি তাঁর অবলীলায় ছেড়ে দেওয়াটা অনেকের চোখেই অবাক ঠেকেছে। তবে ওই তরুণের এই সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *