দায়িত্ব সবার আগে, আনন্দ যন্ত্রণা সহ্য করেও টিভিতে ২ ঘণ্টা সংবাদ পাঠ করলেন পাঠিকা
যে যন্ত্রণা তাঁকে সহ্য করতে হচ্ছিল তা তিনিই জানেন। তা সত্ত্বেও কাজের সঙ্গে এতটুকু সমঝোতা না করে সংবাদ পাঠ শেষ করে হাসপাতালে গেলেন সংবাদ পাঠিকা।

কাজের প্রতি দায়বদ্ধতা যে কতটা জরুরি তা তিনি দেখিয়ে দিলেন। দেখিয়ে দিলেন একজন সংবাদ পাঠিকা। তাঁর ভোরের সংবাদ পাঠে অংশ নেওয়ার কথা ছিল। টিভি চ্যানেলে মর্নিং শো তাঁর দায়িত্বে। তিনি এবং আর একজন সংবাদ পাঠিকা একসঙ্গে এই মর্নিং শো করেন।
তিনি স্টুডিওতে যেমন সংবাদ পাঠে অংশ নেওয়ার সেটা নিলেন। কিন্তু কেউ জানলেন না তার আগে তিনি কি ভয়ংকর যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন। ভোর ৬টায় ছিল শো। যাতে তিনি অংশ নেন হাসিমুখে।
অথচ তার আগে ভোর ৪টে ১৫ মিনিটে ওই মা হতে চলা সংবাদ পাঠিকার গর্ভাবস্থার জল ভেঙে যায়। শুরু হয়ে যায় গর্ভ যন্ত্রণা। যাকে লেবার পেন বলা হয়। সেই গর্ভ যন্ত্রণা সহ্য করেও তিনি ভোর ৬টার শোতে অংশ নেন।
অলিভিয়া নামে ওই সংবাদ পাঠিকা নিউ ইয়র্কের একটি চ্যানেলে খবর পড়েন। সেই চ্যানেলে গর্ভ যন্ত্রণা নিয়েও তিনি হাসি মুখে পেশাদার ভঙ্গিতে ২ ঘণ্টার শো করেন। যন্ত্রণা নিয়েই শেষ করেন তাঁর পেশাগত দায়বদ্ধতা।
তারপর স্টুডিও থেকেই সোজা ভর্তি হন হাসপাতালে। যদিও এই শো চলাকালীন তিনি যে গর্ভ যন্ত্রণা নিয়েই হাসি মুখে সংবাদ পাঠ করছেন সেকথা দর্শকদের জানিয়ে দেন তাঁর সঙ্গী দ্বিতীয় সংবাদ পাঠিকা। কাজের প্রতি দায়বদ্ধতার এ এক উদাহরণ হয়ে রইল সন্দেহ নেই।