রাজা শকুন ছানাদের বোকা বানিয়ে খাওয়াচ্ছে চিড়িয়াখানা
এছাড়া আর উপায় নেই। তাই রাজা শকুনের সবে ডিম ফুটে বার হওয়া ছানাকে বোকা বানিয়ে খাওয়ানোর ব্যবস্থা করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কিং ভালচার বা রাজা শকুন হল শকুনেরই একটি প্রজাতি। সেই প্রজাতির শকুনের একটি সদ্যোজাত ছানাকে খাওয়াতে হবে। তবেই তো তাকে বাঁচানো যাবে। ডিম ফুটে সবে বার হওয়া ছানা তো কেবল তার মাকেই চিনবে।
মা ছাড়া তো সে মানুষের সঙ্গে খাপ খাওয়াতে পারবেনা। এদিকে না খেলে তো তার জীবন রক্ষা করা যাবেনা। তাই শকুন ছানা যাতে তার মাকেই পায় এমন উপায় বার করল নিউ ইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ওই শকুনের মায়ের মত একটি চেহারার পুতুল তৈরি করেছে তারা। এমন পুতুল যাকে হাতের মধ্যে ঢুকিয়ে পরিচালনা করা যায়। সেই পুতুলের চঞ্চুর কাছে খাবার ধরে তা ওই ছানাটির মুখের সামনে ধরা হচ্ছে।
মানুষই হাতে ওই মা শকুনের পুতুল পরে ছানাটির সামনে সেটি নিয়ে যাচ্ছে। ছোট্ট শিশু ভাবছে তার মা। তাই তার কাছ থেকে খাবারও খাচ্ছে। এতে ছোট্ট শকুন ছানা দিব্যি খেয়েদেয়ে বড় হচ্ছে।
এভাবে হাতে মা প্রাণির পুতুল পরে খাওয়ানো অবশ্য এই চিড়িয়াখানায় নতুন নয়। এর আগেও কোনও প্রাণির ছানাদের রক্ষা করতে এমন উপায় নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এবার নিল রাজা শকুনের ছানাকে বাঁচাতে। তাতে দারুণ কাজও হয়েছে। মা শকুনটিকে কিন্তু নিখুঁতভাবে বানানো হয়েছে। যা করা সম্ভব হয়েছে ওই চিড়িয়াখানারই গ্রাফিক্স আর্ট বিভাগের প্রচেষ্টায়।