World

শিল্পী কারা জানলে চোখ কপালে উঠবে, ওদের আঁকা ছবিও এবার উঠছে নিলামে

দাম বেশ চড়া উঠবে বলেই আশাবাদী সকলে। মোটা টাকায় বিক্রি হয়ে যাবে ওদের আঁকা ক্যানভাস। শিল্পী কারা তা শুনলে অবশ্য বিশ্বাস নাও হতে পারে।

Published by
News Desk

একটি আঁকা ছবির গায়ে লেখা থাকে চিত্রকরের নাম। তবে এক্ষেত্রে চিত্রকরদের নামটা সকলকে অবাক করতে পারে। কারণ তারা মানুষ নয়। কিন্তু তারা ছবি আঁকে। আর তাদের ছবি বিক্রিও হয় চড়া দামে। এবারও তারা ছবি এঁকেছে। আর তা ইতিমধ্যেই নিলামের জন্য তৈরি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা সেগুলি বিক্রি হবে চড়া দামেই। এবার আসা যাক শিল্পীদের কথায়। পেঙ্গুইনদের মধ্যেও যে এত শিল্প মন লুকিয়ে আছে তা অনেকেরই জানা ছিলনা। তারা ছবি আঁকে নিজের আনন্দে। তবে তা ক্যানভাসে এক রঙের মূর্ছনা তৈরি করে।

শুধুই কি পেঙ্গুইন! নিলামে উঠছে জিরাফ থেকে ক্যাপিবারার আঁকা ছবিও। আরও অন্য প্রাণিও পিছিয়ে থাকেনি। তারাও তাদের শিল্পীমনকে ক্যানভাসে উজাড় করে দিতে কার্পণ্য করেনি।

আপাতত চিড়িয়াখানার বাসিন্দা এসব প্রাণিদের আঁকা নানা ছবি নিলামে উঠেছে। যা বিক্রি হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মোটা অর্থই ঘরে তুলতে পারবে বলে আশা।

এইসব প্রাণিদের ছবি আঁকায় প্রেরণা দিতে চিড়িয়াখানার প্রাণিদের দেখভালে নিযুক্ত ব্যক্তিরা নানা উপায় অবলম্বন করেছিলেন। তাতে কাজও হয়। এসব প্রাণিরা লেগে পড়ে ছবি আঁকার আনন্দে।

যেমন পেঙ্গুইনদের ছবি আঁকার প্রেরণা ছিল খাবার। কারণ পেঙ্গুইনরা খুব পেটুক হয়। তাই তাদের কোনও কাজে উৎসাহ দিতে তাদের খাবার দিতে হয়। তাহলেই তারা কাজে লেগে পড়ে। নিউ ইয়র্কের এই চিড়িয়াখানার প্রাণিদের আঁকা ছবি এখন কত দামে নিলামে বিক্রি হয় সেদিকেই চেয়ে আছেন সকলে।

Share
Published by
News Desk

Recent Posts