World

এই শহরের একটা পার্ক একটা দেশের চেয়েও বড়

পার্কে অনেকে বেড়াতে যান। সবুজের মাঝে কিছুটা সময় কাটান। মন ভাল করেন। তেমনই একটি পার্ক রয়েছে এক বিখ্যাত শহরে, যা একটি দেশের চেয়েও বড়।

Published by
News Desk

শহরের মাঝে একটি পার্ক। শহুরে ব্যস্ত জীবন, মানসিক চাপ কাটাতে এই সবুজের মাঝে গিয়ে কিছুটা সময় কাটান শহরবাসী। ছোটরা খেলাধুলো করে। বড়রা মনকে একটু শান্ত করেন। বুক ভরে অক্সিজেন নেন। সবুজের ছোঁয়ায় নিজেকে কিছুটা তরতাজা করে তোলেন।

এমনই একটি পার্ক হল নিউ ইয়র্কের ম্যানহাটনের সেন্ট্রাল পার্ক। ৮৪৩ একর এলাকা জুড়ে থাকা এই পার্কে রয়েছে জলভাগ। রয়েছে সবুজের অফুরান সম্ভার। অনেক পাখির কলতান।

শহরের মাঝখানে এই সবুজের ছোঁয়া নিউ ইয়র্ক শহরের ফুসফুসে রূপান্তরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের সমাগম হওয়া পার্ক এটি।

শহরের মাঝে আয়তক্ষেত্র আকারের এই পার্কের একটা বড় বিশেষত্ব হল এটি একটি শহরের মাঝখানে থাকা এমন পার্ক যা পৃথিবীর একটি দেশের চেয়েও বড়।

পৃথিবীর ছোট্ট দেশগুলির মধ্যে একটি মোনাকো। পশ্চিম ইউরোপের এই ক্ষুদ্র নগর রাষ্ট্রের মোট আয়তন ৫১৪ একর। যা থেকে পরিস্কার তা নিউ ইয়র্ক শহরের অন্যতম পার্ক সেন্ট্রাল পার্কের চেয়েও কতটা ছোট! কারণ সেন্ট্রাল পার্কের মোট আয়তন ৮৪৩ একর।

যদিও এই ছোট্ট দেশ মোনাকোর জনঘনত্ব নজর কাড়া। ওইটুকু জায়গা জুড়েই গড়ে উঠেছে ঘিঞ্জি নগর। প্রায় ৪০ হাজার মানুষের বাস সেখানে। তার চেয়ে কেবল শহুরে জীবনের মাঝে একটু সবুজের খোঁজে আসা সেন্ট্রাল পার্ক অনেক বড়। পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হল মোনাকো।

Share
Published by
News Desk

Recent Posts