World

চুরি গিয়েছিল বিভিন্ন বছরে, ফিরল একসঙ্গে, একটা আধটা নয় প্রায় দেড় হাজার

নানা বছরের নানা সময়ে নানা প্রান্ত থেকে চুরি গিয়েছিল এগুলি। এদের অনেকগুলির দাম কয়েক কোটি টাকা। এরা সব ফিরল একসঙ্গে।

Published by
News Desk

কোনওটা মধ্যপ্রদেশ থেকে তো কোনওটা রাজস্থান থেকে তো কোনওটা অন্য কোথাও থেকে। চুরি গিয়েছিল এগুলি। তাও আবার একসঙ্গে নয়। বিভিন্ন বছরে। বিভিন্ন সময়ে। শুধু চুরিই যায়নি। সেগুলি গোপন পথে পাচারও হয়েছিল। পাচার হয়েছিল ভিন দেশে।

বিশ্বের নানা প্রান্তেই ভারতীয় প্রাচীন মূর্তি, শিল্পকলার বিশেষ গুরুত্ব রয়েছে। বিপুল দামে ঘুরপথে সেগুলি কেনাবেচা চলে। ভারতের নানা মন্দির থেকে এসব মূর্তি চুরি গিয়েছিল বিভিন্ন সময়ে।

মূর্তিগুলির দাম কোটি কোটি টাকা। সেসব মূর্তি এবার ফেরত এল। ফেরত এল একসঙ্গে। এক্ষেত্রে মিল একটাই। সবকটি আমেরিকায় খুঁজে পাওয়া গেছে।

সেগুলি যে ভারত থেকে চুরি করে ঘুরপথে পাচার করে আমেরিকা এসেছে তা জানার পর অবশেষে ১ হাজার ৪৪০টি এমন পাচার হওয়া মূর্তি ভারতকে ফিরিয়ে দিলেন ম্যানহাটন প্রসিকিউটর অ্যালভিন ব্র্যাগ।

এগুলি যে ভারতের প্রাচীন ঐতিহ্য ও পরম্পরার অংশ তা বলার অপেক্ষা রাখে না। এর মূল্য অমূল্য। সেসব চুরি করে রাতারাতি ভিন দেশে পাচার হয়েছে। কোনওটা ৮০-র দশকে, তো কোনওটা ৯০-এর দশকে। আর এভাবেই দিনের পর দিন চুরি গেছে দেশের সম্পদ।

এই পাচারের সঙ্গে যুক্ত হিসাবে কোন এক কাপুরের খোঁজ চলছে বলে জানিয়েছেন ব্র্যাগ। আগামী দিনেও পাচার হয়ে আমেরিকায় পৌঁছনো এমন সব শিল্পকীর্তি ভারতকে ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর আমেরিকা বলেই স্পষ্ট করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts