World

বুদ্ধিমান ভেড়ার কারসাজি, কসাইখানা থেকে পালাল সকলের চোখে ধুলো দিয়ে

মাংসে পরিণত হওয়াটা খালি বাকি ছিল। তার আগেই নিজেকে বাঁচিয়ে কসাইখানা থেকে চম্পট দিল একটি ভেড়া। অত্যন্ত বুদ্ধির পরিচয় দিল সে।

Published by
News Desk

তাকে কেটে ফেলার অপেক্ষা ছিল। কসাইখানায় অনেক ভেড়াই এমন আনা হয়। যেগুলি খাবারের প্রয়োজনে কাটা পড়ে। তাকেও সেজন্যই আনা হয়েছিল। কিন্তু হয়তো সে আন্দাজ করতে পেরেছিল তার সঙ্গে কি হতে চলেছে! কারণ যাই হোক সেই কসাইখানা থেকে সকলের চোখে ধুলো দিয়ে পালায় ভেড়াটি।

ভেড়া পালিয়েছে জানতে পেরে তার খোঁজ শুরু হয়। তাকে পাওয়াও যায় দূরে একটি জায়গায়। সেখানেও তাকে পাকড়াও করার চেষ্টা হয়। কিন্তু যখনই তাকে ধরার চেষ্টা হয়েছে সে তখনই বুদ্ধির পরিচয় দিয়ে কোনও না কোনও ভাবে পালাতে সক্ষম হয়েছে।

জনপ্রিয় ছোটদের বইয়ের পাতা থেকে ওয়াল্ডো চরিত্রের নামে সেই ভেড়াটির নাম দেওয়া হয় ওয়াল্ডো। ভেড়াটিকে প্রথমে অনেকেই একটি ছাগল বলে ভুল করেছিলেন। কিন্তু পরে সকলে বুঝতে পারেন সেটি ছাগল নয়, ভেড়া।

ওয়াল্ডো এখন কসাইখানা থেকে অনেক দূরে একটি সবুজ ঘাসে মোড়া জায়গায় দিব্যই কচমচ করে ঘাস চিবিয়ে সময় কাটাচ্ছে। তার আর ধরা পড়ার ভয়টা নেই।

কারণ নিউ ইয়র্কের ওই কসাইখানা থেকে পালানো ওয়াল্ডো এখন আছে উডস্টক ফার্ম স্যাঞ্চুয়ারিতে। সেখানে তার কেউ কোনও ক্ষতি করতে পারবেনা।

ভেড়াটিও প্রাণ ভয়ে পালানো ছেড়ে এখন নিশ্চিন্তে এখানে বসবাস করতে পারবে। এখানে তাকে কেউ জ্বালাতন করবেনা বলে উডস্টক ফার্ম স্যাঞ্চুয়ারির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts