তরুণীর কোলে বেড়াল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
বিমান তখন মধ্য আকাশে। একটি তোয়ালেতে মোড়া অবস্থায় থাকা তাঁর পোষা বেড়ালকে বার করেন এক মহিলা। তারপর চেষ্টা করতে থাকেন তাকে স্তন্যপান করানোর।
এজন্য কোনও গোপনীয়তার ধার ধারেননি তিনি। সিটে বসে অন্য যাত্রীদের সামনেই বেড়ালকে স্তন্যপান করানোর এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান যাত্রীরা।
খবর পেয়ে চলে আসেন বিমানকর্মীরা। তাঁরা বারবার ওই মহিলাকে এমন না করতে অনুরোধ করেন। এমনকি বেড়ালটিকে ক্যারিয়ারে দিতেও চাননি তিনি। বরং সকলে মানা করা সত্ত্বেও বেড়ালকে স্তন্যপান করানো তিনি চালিয়ে যান। জানিয়ে দেন এ থেকে তিনি বিরত হবেন না।
বিষয়টি বিমান থেকে গ্রাউন্ডে জানানো হয়। বিমানটি নিউ ইয়র্ক হয়ে আটলান্টায় যাচ্ছিল। সেইসময় এমন অবাক করা কাণ্ড ঘটে যায় বিমানে। যা মধ্য আকাশেই যাত্রীদের মধ্যে আলোড়ন ফেলে দেয়।
ওই মহিলা অবশ্য কোনও কিছুতেই ভ্রুক্ষেপ করেননি। পুরো বিষয়টির খবর ছড়িয়ে পড়তে বহু সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। তবে বিমান সংস্থা এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি।
যদিও ওই বিমানে থাকা যাত্রীরা বিষয়টি নিয়ে মুখ খুলছেন। তাঁরা পুরো ঘটনাও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছেন। ওই মহিলা যে লুকিয়ে বেড়াল নিয়ে প্রবেশ করেছিলেন তাও দাবি করেন সকলে। বিমানে এমন ঘটনা কখনওই অভিপ্রেত নয়। ফলে তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।