World

বছরের প্রথম প্রবল তুষারপাত, স্তব্ধ ব্যস্ত শহর

Published by
News Desk

বছরের প্রথম তুষারপাতে স্তব্ধ হয়ে গেল মার্কিন মুলুকের নিউ ইয়র্ক। বছরের প্রথম তুষারপাত বটে, কিন্তু তা ঝরল দীর্ঘক্ষণ। সাদা বরফের চাদরে ঢেকে গেল রাস্তাঘাট। বন্ধ হয়ে গেল যান চলাচল। ৫ ইঞ্চি বরফের চাদর পড়ে রয়েছে রাস্তায়! মানুষজন পায়ে হেঁটেও অন্যত্র যাওয়ার অবস্থায় ছিলেন না। এতটাই তুষারপাত হয়েছে নিউ ইয়র্কে।

বিশ্বের অন্যতম ব্যস্ত শহর বলেই পরিচিত নিউ ইয়র্ক। আর সেখানেই এমন নিরন্তর তুষারপাতের জেরে জেএফকে বিমানবন্দরও প্রভাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। নুন ছড়িয়ে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে শহরের পুরসভা। ফলে অনেক রাস্তার দুধার পুরু বরফে ঢাকা পড়লেও মাঝের রাস্তাটুকু থেকে দ্রুত বরফ গলে যায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts