World

ইংরাজি নববর্ষকে স্বাগত জানানোয় সেরার তকমা পেল এই সমুদ্র শহর

ইংরাজি নববর্ষকে স্বাগত জানাতে অনেক শহরই মেতে উঠেছিল আনন্দ উচ্ছ্বাসে। তাদের মধ্যে সেরা হল একটি সমুদ্র শহর। বিশ্বজোড়া যার খ্যাতি।

ইংরাজি নববর্ষকে স্বাগত জানাতে বিশ্বজুড়েই নানা প্রান্তে নানা অনুষ্ঠান, উদযাপনের আয়োজন হয়। টিভির পর্দায় নববর্ষকে স্বাগত জানানোর বর্ণাঢ্য উদযাপনের ছবিও অনেকেই দেখে থাকেন।

এক এক করে অকল্যান্ড, সিডনি, সিঙ্গাপুর, সিওল, বেজিং ধরে এগোতে থাকে উদযাপন। এরপর ভারত হয়ে তা আরও এগোয়। এমন করে পৃথিবীর সব দেশের বিভিন্ন শহরে পালিত হয় ইংরাজি নববর্ষকে স্বাগত জানানোর উৎসব।

এইসব উদযাপন হয় দেখার মত। বহু মানুষ সেখানে একত্র হন নববর্ষকে স্বাগত জানাতে। বিভিন্ন শহরেই এই উদযাপন এতটাই বর্ণোজ্জ্বল হয় যে তা বিশ্ববাসীর নজর কেড়ে নেয়। এবার এই সব শহরের মধ্যে একটি শহর সেরার তকমা পেল। কারণ সে শহরের নববর্ষকে স্বাগত জানানোর উদযাপন সবার মধ্যে সেরা হয়েছে।

ব্রাজিলের অন্যতম সমুদ্র শহর রিও ডি জেনিরো। এই রিও শহরের অন্যতম সমুদ্র সৈকত কোপাকাবানা। সেই কোপাকাবানায় পালিত হয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নববর্ষকে স্বাগত জানানোর উৎসব। সেই উৎসবে শামিল হন ২৫ লক্ষ নারী পুরুষ।

এখানেই রীতিমত স্টেজ করে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। এত আলোর রোশনাই ছিল যে চারধার হয়ে উঠেছিল মোহময়। সেই সঙ্গে নাচে গানে মেতে ওঠেন শামিল মানুষজন।

এসবের সঙ্গে যোগ দিয়েছিল চোখ ধাঁধানো আতসবাজির খেলা। রাতের কালো আকাশকে ক্যানভাস করে নানা রঙের আতসবাজির রোশনাই ছিল বাস্তবিকই অপরূপ। সব মিলিয়ে পুরো পরিবেশ এতটাই সুন্দর হয়ে উঠেছিল যে রিও পেল বর্ষবরণের বিশ্বসেরা উৎসব উদযাপনের তকমা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *