World

মার্কিন মুলুকে বাড়ির সামনে ভারতীয় প্রৌঢ়কে গুলি করে হত্যা

Published by
News Desk

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির আটলান্টিক কাউন্টির ভেন্টনর সিটির বাসিন্দা সুনীল এডলা ২ মাসের ছুটিতে ভারতে আসছিলেন। ইচ্ছে ছিল ৯৫ বছরের মায়ের জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো। আর ইচ্ছে ছিল পরিবারের লোকজনের সঙ্গে বড়দিন আর নিউ ইয়ারের দিনটা আনন্দে মেতে ওঠার। সেজন্য বিমান ধরার কথা ছিল একদিন বাদেই। ঘরে ফেরার সেই আনন্দ মুহুর্তের আগেই শেষ হয়ে গেল সবকিছু। ভেন্টনর সিটিতে নিজের বাড়ির সামনেই এক কিশোরের হাতে খুন হতে হল তেলেঙ্গানার ওই বাসিন্দাকে।

পুলিশ জানিয়েছে, নিজের বাড়ির সামনেই নিজের গাড়ির দিকে হেঁটে এগোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়েই আচমকা সেখানে হাজির হয় ওই কিশোর। তারপর ৬১ বছরের সুনীলকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। এদিকে তাঁর গাড়ি নিয়ে চম্পট দেয় ওই কিশোর। পরে ওই গাড়িটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই কিশোরকে। সুনীল এডলার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তাঁর পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts