World

ব্রা, ভ্যাম্পায়ারের দাঁত থেকে রবারের পা, সমুদ্রের ধারে ছড়িয়ে আজব সব জিনিস

সমুদ্রের ধারে তো অনেকেই বেড়াতে ভালবাসেন। সেই সমুদ্রের ধার থেকেই যা সব উদ্ধার হল তাতে মাথায় হাত পড়েছে প্রশাসনের।

Published by
News Desk

সমুদ্রের ধারে অনেকে বেড়াতে যান। বালির ওপর বসে অলস সময় কাটান। পরিবারের সঙ্গে আনন্দ করেন। আর এঁদের মধ্যে কিছু মানুষ থাকেন যাঁরা পরিচ্ছন্নতার তোয়াক্কা না করে সেখানেই প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট এবং সঙ্গে থাকা এমন নানা ফেলে দেওয়ার জিনিস ছড়িয়ে দিয়ে আসেন।

নিদেনপক্ষে জঞ্জাল ফেলার বিনে ফেলার প্রয়োজন বোধ করেননা। সমুদ্রের ধারের এই দৃশ্য কিন্তু গোটা পৃথিবীর সমস্যা। যেমন একটি শহরের কয়েকটি সমুদ্রতট সাফ করার অভিযানে গিয়ে সাফাইয়ের কাজে নিযুক্তরা যা পেলেন তা তাঁদের মাথায় হাত ফেলেছে। তাঁরা এমন সব জিনিস পেয়েছেন যা সমুদ্রের ধারে কেউ ফেলে যেতে পারে এটাই অবাক করা।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্থানীয় কয়েকটি সমুদ্রতট সাফাই করতে গিয়ে যেমন প্লাস্টিকের বোতল, স্ট্র, খাবারের প্যাকেট, লজেন্সের খাপ, কাগজের টুকরো, বোতলের ছিপি, সিগারেটের ফিল্টারের মত সাধারণ কিছু জিনিস পাওয়া গিয়েছে, তেমনই এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যা অবাক করা।

যার মধ্যে রয়েছে ভিক্টোরিয়াস সিক্রেট ব্রা, রক্তচোষা বাদুরের দাঁত, রবারের পা, মদের বোতলে কাগজে লেখা বার্তা, পাঞ্চিং ব্যাগ, সসেজ ও ডিম ভরা প্যাকেট, ম্যাপল সিরাপের না খোলা বোতল, হট টাব, বেডপ্যান, বাথরুমের সিঙ্ক, এমনকি গাঁজার প্যাকেটও।

এই অভিযানে নেমে ২ লক্ষ ৭৬ হাজার রকম জিনিস সমুদ্রের ধার থেকে পেয়েছেন সাফাই অভিযানে যুক্ত সদস্যরা। যারমধ্যে প্রায়শই পাওয়া যায় এমন জিনিস যেমন রয়েছে, তেমন হতবাক করে দেওয়ার মত জিনিসও রয়েছে। যার তালিকা নেহাত ছোট নয়।

Share
Published by
News Desk

Recent Posts