World

১০১ বছর পার করে রাজার গল্প নিয়ে শেক্সপিয়ার ফিরলেন যথাস্থানে

১০১ বছর মাঝে পার হয়ে গেছে। কার্যত বিস্মৃতির অন্ধকারে তা হারিয়েও গিয়েছিল। কেবল লেখা ছিল পুরনো খাতায়। অবশেষে ১০১ বছর পর ঘটল অবিশ্বাস্য ঘটনা।

Published by
News Desk

ঠাকুমার জিম্মায় থাকা জিনিসপত্র এক এক করে বার করে দেখছিলেন নাতনি। নাতনি অবশ্য এখন একজন পূর্ণবয়স্কা মহিলা। তিনি এই সবকিছু হাতড়াতে গিয়ে একটি বই পান। বই না বলে নাটকের বই বললে বিষয়টি আরও পরিস্কার হয়।

বই খুলে তিনি আরও অবাক হয়ে যান। দেখা যায় তাতে একটি কাগজ সাঁটা রয়েছে, যেখানে লেখা আছে যে বইটি একটি পাঠাগার থেকে নেওয়া।

কবে নেওয়া দেখে আরও চমক। তিনি দেখেন লেখা আছে ১৯২৩ সালে বইটি ইস্যু করা হয়েছিল। তারপর তা আর পাঠাগারে ফেরত যায়নি।

বইটি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত রচনাগুলির অন্যতম ‘লাইফ অফ কিং হেনরি দ্যা ফিফথ’। এটা পঞ্চম হেনরির জীবন নিয়ে লেখা একটি নাটক। ওই মহিলা দ্রুত যোগাযোগ করেন নিউ জার্সির প্যাটারসন পাবলিক লাইব্রেরির সঙ্গে।

লাইব্রেরি কর্তৃপক্ষকে তিনি ফোনে জানান বইটি তিনি হাতে পেয়েছেন। ফেরত দিতে চান লাইব্রেরিতে। এটা জানতে পেরে লাইব্রেরি কর্তৃপক্ষ একাধারে হতবাক এবং উল্লসিত।

কারণ ১৯১০ সালে ছাপানো এই বইটি লিমিটেড এডিশনের বই। ফলে তা বই সংগ্রাহকদের কাছেও প্রবল আকর্ষণের বিষয়। বইটি ১০১ বছর পর যে আদৌ কেউ লাইব্রেরিকে ফেরত দেবেন সেটাই কেউ ভাবতে পারেননি।

কলোরাডোর একটি লাইব্রেরিতে চলতি বছরেই ফেরত এসেছে এমন ভাবেই ১০৫ বছর আগে ইস্যু করা একটি বই। এবার ফেরত এল ১০১ বছর আগে ইস্যু করা একটি নাটকের বই। কেবল জায়গাটা কলোরাডো নয়, নিউ জার্সি। আলাদা লাইব্রেরিটাও।

Share
Published by
News Desk