World

বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা পেল একটি কুকুর, অবাক চোখে দেখল গোটা দুনিয়া

বিশ্ববিদ্যালয় থেকে কোনও ডিপ্লোমা অর্জনও কম কথা নয়। এবার মানুষ নয়, এক সারমেয় এই ডিপ্লোমা অর্জন করল। যা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তাকে সকলের সামনে প্রদান করলেন।

Published by
News Desk

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়াটা অবশ্যই জীবনের একটা বড় পদক্ষেপ। একইভাবে একটি ডিপ্লোমাও প্রাপ্তি। ছাত্রছাত্রীরা সেই দিনটার জন্য অপেক্ষায় থাকেন যখন তাঁর হাতে এই সাফল্যের শংসাপত্রটি উঠবে।

গ্রেস মারিয়ানি নামে এক তরুণী নিউ জার্সির সেটন হল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তাঁর হাতে স্নাতক ডিগ্রির শংসাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট।

বিশাল হলে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে স্নাতক ডিগ্রি তুলে দেওয়া হচ্ছিল। এই সময় মারিয়ানির সঙ্গে ডাক পড়ে মারিয়ানির কুকুর জাস্টিনেরও। যেটি সার্ভিস ডগ হিসাবে তাঁর সঙ্গে কলেজে প্রতিদিন আসত।

কারণ মারিয়ানি হাঁটতে পারেননা। তাঁকে হুইল চেয়ারেই ক্লাস করতে হয়েছে। কলেজে আসতে হয়েছে। তাই তাঁর সঙ্গী ছিল ওই সার্ভিস ডগ জাস্টিন। প্রসঙ্গত সার্ভিস ডগ মানে কোনও বিশেষভাবে সক্ষমকে সাহায্য করতে তাঁর সঙ্গে সর্বদা যে কুকুর থাকে সেটি।

বিশ্ববিদ্যালয়ের তরফে মারিয়ানির সেই সার্ভিস ডগকেও ডিপ্লোমা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাস্টিনের সামনে তার শংসাপত্রটি ধরেন। জাস্টিন তা মুখে করে ধরে নেয়। এটা দেখে আনন্দে হাততালি দিয়ে ওঠেন সেটন হল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট।

জাস্টিন প্রতিদিন মারিয়ানির সঙ্গে কলেজে আসত। পুরো ক্লাসে মারিয়ানির সঙ্গ ছাড়ত না। প্রতিদিন ক্লাস করার স্বীকৃতি হিসাবে তাকে এই ডিপ্লোমা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Share
Published by
News Desk

Recent Posts