কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভাল্লুক, প্রতীকী ছবি
নিজের সন্তানদের ইচ্ছা পূরণ করতে মাতৃসত্ত্বা যে কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে তা এক মা ভাল্লুকের কাণ্ড দেখেই বোঝা গেল। একটি গাড়িতে চিপসের প্যাকেট রয়েছে। সেটা জানতে পারে মা ভাল্লুক। গাড়িটা পার্কিং লটে দাঁড়িয়েছিল। ভিতরে কেউ ছিলেননা।
মা ভাল্লুক গিয়ে দাঁড়ায় গাড়ির পিছনের সিটের জানালার দিকে। সেখানে একটি জানালার কাচ খোলা ছিল। তবে গাড়ির জানালার ফাঁক আর কতই বা হয়! ভাল্লুকটি এবার তার সামনের পা দিয়ে গাড়ির জানালা ধরে দাঁড়ায়।
তারপর একটা চাড় দিয়ে মাথাটা গলিয়ে দেয় জানালার ফাঁক দিয়ে গাড়ির ভিতরে। এভাবে শরীরটা গাড়িতে ঢুকিয়ে নেয় সে। ওই বড় চেহারার কালো ভাল্লুক যে গাড়ির জানালার কাচ দিয়ে ওভাবে ভিতরে ঢুকতে পারবে তা না দেখলে বিশ্বাস হত না অনেকের।
শুধু কি ভিতরে ঢোকা! ভিতরে ঢুকে চিপসের প্যাকেট নিয়ে সে ওই জানালার ফাঁক গলেই বেরিয়ে আসে। তারপর যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে সন্তানদের নিয়ে হাঁটা লাগায়। অবশ্যই সঙ্গে ছিল চিপসের প্যাকেট।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে। প্রসঙ্গত ভাল্লুক এমন এক প্রাণি যারা মার্কিন মুলুকে যখন তখন লোকালয়ে প্রবেশ করে। বাড়িতেও ঢুকে পড়ে খাবারের খোঁজে।
ওরা জানে কোথায় কোথায় খাবার থাকে। তাই সেখানেই হানা দেয়। যেমন গাড়ির মধ্যে। এর আগেও বিভিন্ন সময়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ঢুকে তছনছ করেছে ভাল্লুক।