World

নৌকার ওপর আছড়ে পড়ল তিমি, আর তারপর যা হল

একটি জেলে নৌকা। তাতে ২ মৎস্যজীবীও ছিলেন। তার ওপর আছড়ে পড়ল একটি অতিকায় তিমি। সমুদ্রের মাঝেই ঘটল এই ঘটনা।

Published by
News Desk

সাধারণত তিমি নিজের মত থাকে। জলের ওপর আসে নিঃশ্বাস নিতে। তারপর ফের জলের তলায়। বেশ কিছু তিমি আছে যাদের জীবনকাল শেষ হয়ে আসার হলে তারা ক্রমশ সমুদ্রের তীরের কাছে চলে আসে। এক্ষেত্রে এমনটা কিছুই হয়নি।

হাম্পব্যাক তিমি হল তিমিরই একটি প্রকার। যাদের শরীর অতিকায় হয়। মাথাটা থাকে একটু নিচের দিকে করা। তেমনই এক যুবা বয়সের হাম্পব্যাক তিমি আচমকাই জলের ওপর লাফিয়ে ওঠে।

তখন জলের ওপর একটি মাছ ধরার নৌকা নোঙর করা ছিল। তিমিটি জলের ওপর লাফিয়ে উঠে তার মাথার দিক করে সোজা গিয়ে আছড়ে পড়ে মাছ ধরার নৌকাটির ওপর।

তখন নৌকায় ২ মৎস্যজীবী ছিলেন। তাঁরা কিছু বুঝে ওঠার আগেই প্রায় ৩০ টনের ওই তিমির মাথার ধাক্কায় জলে উল্টে যায় নৌকাটি। নৌকায় থাকা ২ মৎস্যজীবী জলে ছিটকে পড়েন।

ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে। সে সময় আশপাশে অন্য নৌকাও ছিল। তাদেরই একজনের ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এদিকে জলে ছিটকে পড়লেও ২ মৎস্যজীবীকে পাশের একটি নৌকা উদ্ধার করে। তাঁদের কোনও ক্ষতি হয়নি। আবার উপকূলরক্ষী বাহিনীর তরফে এটাও নিশ্চিত করা হয় যে তিমিটিও অক্ষতই আছে। তবে ক্ষতি হয়েছে মাছ ধরার নৌকাটির।

সাধারণত জলে অনেক সময়ই নৌকা ঘোরে। নৌকার পাশ দিয়েই তিমি ঘোরে। কিন্তু নৌকার কোনও ক্ষতি তারা করেনা। কেন এই তিমিটি দাঁড়িয়ে থাকা একটি মাছ ধরার নৌকার ক্ষেত্রে এমনটা করল তা বোঝতে পারছেন না বিশেষজ্ঞেরাও।

Share
Published by
News Desk

Recent Posts