National

প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা

Published by
News Desk

এনডিটিভি-র প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রণয় রায়ের দিল্লির বসতবাড়ি সহ ৪ জায়গায় হানা দিল সিবিআই। দেরাদুনেও প্রণয় রায়ের যে বাড়ি রয়েছে সেখানেও হানা দেন সিবিআই আধিকারিকরা। প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকার বিরুদ্ধে অভিযোগ আইসিআইসিআই ব্যাঙ্কের কাছ থেকে নেওয়া ঋণের অঙ্ক থেকে ৪৮ কোটি টাকা কম অঙ্ক ফেরত দিয়েছেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনে একটি মামলাও রুজু করেছে সিবিআই। যদিও এনডিটিভি-র তরফে একটি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সেই পুরনো ভিত্তিহীন অভিযোগকে সামনে রেখে প্রণয় রায় ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লাগাতার হয়রানি চলেই চলেছে। একে উইচ-হান্ট বা কোনও ব্যক্তিকে সামাজিক দিক দিয়ে অসম্মানিত করার চেষ্টা বলে ব্যাখ্যা করে এনডিটিভি-র তরফে জানানো হয়েছে, এভাবে তাঁদের কণ্ঠরোধ করা যাবে না। যারা এটা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে এনডিটিভি-র লড়াই অব্যাহত থাকবে। এদিকে এই ঘটনায় উইচ-হান্টের কোনও প্রশ্ন নেই বলে পাল্টা দাবি করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তাঁর দাবি, কেন্দ্র কারও ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে না। সিবিআইয়ের কাছে হয়তো কোনও খবর ছিল, তাই তারা একাজ করেছে।

 

Share
Published by
News Desk