World

তীব্র ভূমিকম্প, মাত্রা ৭.৫, সুনামি সতর্কতা জারি

Published by
News Desk

বুধবার সকালে প্রবল কম্পনে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডোনিয়া। ভূমিকম্প এখানে নতুন নয়। নিউ ক্যালিডোনিয়া অবস্থিত প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর। কিন্তু এমন প্রবল ভূমিকম্প সচরাচর হয়না। ২ লক্ষ ৭০ হাজার মানুষের বসতি নিউ ক্যালিডোনিয়ায় কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে এত ভয়ংকর কম্পনের পর খুব স্বাভাবিকভাবেই জারি হয় সুনামি সতর্কতা।

হতাহতের ছবি পরিস্কার নয় এখনও। তবে কম্পনের পরই প্রশাসনের তরফে দ্রুত মানুষজনকে সমুদ্রের ধার থেকে সরিয়ে শরণার্থী শিবিরগুলিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যাঁরা সমুদ্রের ধারে বাস করেন তাঁদেরও ঘর ছেড়ে যত দ্রুত সম্ভব শরণার্থী শিবিরে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts