World

গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার ৭টি বাঘ, তাঁর আবেগ কেড়ে নেওয়া হল, দাবি মালিকের

এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল ৭টি বাঘ। একরকম জোর করেই তাঁর বাড়িতে ঢুকে বাঘগুলিকে উদ্ধার করে প্রশাসন। মালিকের দাবি জোর করে তাঁর আবেগ কেড়ে নেওয়া হল।

Published by
News Desk

তাঁর বাড়িতে যে বাঘ আছে তা প্রশাসন জানত না এমন নয়। তবে গত ২ বছরে নতুন নিয়ম আসার পর ওই ব্যক্তির বাঘ পোষার প্রয়োজনীয় ছাড়পত্রও ছিলনা। এই ছাড়পত্র প্রশাসনের তরফে দেওয়া হয়।

যা তাঁর কাছে না থাকায় অবশেষে ওয়ারেন্ট নিয়েই তাঁর বাড়ি তল্লাশি করতে হাজির হন পুলিশ আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকরা। প্রথমে তাঁদের কাজে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করলেও যেই তাঁরা বাড়ির ভিতরে প্রবেশ করতে যান ওই ব্যক্তি তাঁদের পথ আটকান।

অভিযোগ তিনি ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন। তাঁর বক্তব্য ছিল তিনি কিছুতেই তাঁর বাড়ি তল্লাশি করতে দেবেন না। যদিও এরপর জোর করেই বাড়িতে ঢুকে সেখানে ৭টি বাঘের খোঁজ পান আধিকারিকরা।

বাঘগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রশাসনিক কাজে বাধা দেওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। পরে অবশ্য তিনি জামিন পান। ওই ব্যক্তির দাবি, তাঁর কাছ থেকে ওই বাঘগুলিকে কার্যত কেড়ে নিয়েছে প্রশাসন।

ওরা তাঁর কাছে গত ১০ বছর ধরে আছে। ওই বাঘেরাই তাঁকে আবেগ, অনুভূতি ও মানসিক দিক থেকে যাবতীয় ভরসা জুগিয়ে আসছে। বাঘদের সঙ্গে তিনি ভাল থাকেন।

যদিও প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিনা অনুমতিতে এভাবে বাঘ পোষার অধিকার নাই কাউন্টিতে কারও নেই। প্রসঙ্গত নাই কাউন্টি হল আমেরিকার নেভাডার একটি জায়গা।

Share
Published by
News Desk

Recent Posts