World

করোনার জেরে বন্ধ মিউজিয়ামে ঢুকে বহুমূল্য পেন্টিং নিয়ে পালাল চোরেরা

Published by
News Desk

করোনার জেরে জেরবার বিশ্বের অধিকাংশ দেশ। কাজকর্ম লাটে উঠেছে। করোনাকে রুখতে অনেক জায়গায় চলছে লকডাউন। ইউরোপে করোনার প্রকোপ উদ্বেগজনক। করোনার জেরে নেদারল্যান্ডসেও বন্ধ অনেককিছু। বন্ধ মিউজিয়ামও। আর সেই সুযোগকেই কাজে লাগাল চোরেরা। নেদারল্যান্ডসের একটি মিউজিয়ামে কিছুদিন আগেও চলছিল বিশ্বখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের আঁকা একটি ছবি স্প্রিং গার্ডেন-এর প্রদর্শনী। ছবিটি গ্রোনিংগার মিউজিয়াম থেকে আনা হয়েছিল সিঙ্গার মিউজিয়ামে। সিঙ্গার মিউজিয়ামে সেটির প্রদর্শনী হওয়ার পর সেটিকে ফের গ্রোনিংগার মিউজিয়ামে ফেরত দেওয়া হত। কিন্তু তার আগেই কেলেঙ্কারিটা হয়ে গেল।

করোনার জেরে নেদারল্যান্ডসে এখন সব মিউজিয়াম বন্ধ। গত সোমবার বন্ধ সিঙ্গার মিউজিয়ামে লুকিয়ে ঢুকে পড়ে একদল চোর। তারপর মিউজিয়ামে ঢুকে তারা অতি সন্তর্পণে রাখা কাচের ঘেরাটোপে থাকা ভ্যান গগের বিখ্যাত পেন্টিংটি কাচ ভেঙে হাতিয়ে নেয়। তারপর খালি মিউজিয়ামে শান্তিতে ছবি চুরি করে সেখান থেকে পালায়। ভ্যান গগের একটি ছবির দাম অনেক। তেমন একটি ছবি এভাবে চুরি যাওয়ায় মাথায় হাত পড়েছে মিউজিয়াম কর্তৃপক্ষের।

মিউজিয়াম আরও সমস্যায় পড়েছে কারণ ছবিটিও তাদের নয়। ওটি কদিনের জন্য আনা হয়েছিল মাত্র। পুলিশ অবশ্য তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্ত করতে নেমে দেখেছে ওই মিউজিয়াম ফাঁকা ছিল। সেখানে আরও দুষ্প্রাপ্য জিনিস ছিল। কিন্তু চোরেরা তার একটিতেও হাত দেয়নি। অর্থাৎ করোনার জন্য মিউজিয়াম বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে তাদের লক্ষ্য ছিল একটাই। ভ্যান গগের ওই চিত্র চুরি করা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Netherlands

Recent Posts